নিজস্ব প্রতিবেদক : দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি ও প্রবাসী ফোরামের উদ্যোগে অসহায় কর্মহীন ১২শত পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন জসিম এবং ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক,দ সরকার জহিরুল হক মিঠুনের পরামর্শক্রমে সিনিয়র সহ-সভাপতি শাহ আলম খোকনের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক এনায়েত করিম ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আকরাম হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক মোস্তফা জামান এবং ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক এবং ব্রাহ্মণপাড়া উপজেলা জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলমসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলার ৮টি ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।