1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাওলানা আনসারীর ছিলেন কোটি মানুষের হৃদয়ে স্পন্দন : ডক্টর সৈয়দ রেজওয়ান আহমে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গুণীজনদের সম্মাননা দিলেন সোনারগাঁ মিডিয়া প্লেসক্লাব ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনা রোধে চালকদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে স্ত্রীর নির্যাতন মামলায় উপ-সহকারী মেডিকেল অফিসার বরখাস্ত ! পুঁইছড়ি নিউ জেনারেশন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ গুণীজনদের সম্মাননা দিলেন সোনারগাঁ মিডিয়া প্লেসক্লাব রাউজানের আলিখীল এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে টিলা ও কৃষি জমি মাগুরায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও সার পাচ্ছে না অনেক কৃষক! ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদকের বাসায় দুর্ধষ চুরি ! ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলের খুনিয়াদীঘি শহীদ স্মৃতিস্তম্ভের উপর জুতা পরে হিরো আলমের টিকটক, ভিডিও সমালোচনার ঝড় ! ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র ভবিষ্যৎ কর্মপন্থা — অংশীজনের প্রত্যাশা শীর্ষক সভা

মাওলানা আনসারীর ছিলেন কোটি মানুষের হৃদয়ে স্পন্দন : ডক্টর সৈয়দ রেজওয়ান আহমে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ এপ্রিল, ২০২০
  • ২০৮ বার

#
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন হাফিজ মাওলানা জুবায়ের আহমদ আনছারী সাহেব গতকাল ১৭ এপ্রিল ২০২০ খ্রি. সপ্তাহিক ঈদের দিনে মাওলার ডাকে সারা দিয়ে দুনিয়া থেকে না ফেরার দিকে চলে গেলেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।

১৯৮৪ খ্রি.। তৌহিদী যুব সংঘ সৈয়দপুর। সৈয়দপুর আগুণকোনা যুবকদের সমন্বয়ে গঠিত সংঘ। হাফিজ সৈয়দ সোলায়মান, হাফিজ সৈয়দ জুবায়ের আহমদ, সৈয়দ আশফাক হোসেন, সৈয়দ ফয়েজ আহমদ, সৈয়দ আজিজুর রহমান, সৈয়দ আমিরুল ইসলাম, শেখ আব্দুল কুদ্দুছ, মৃত শেখ নূরুল হক, মৃত সৈয়দ আকিল আলী, শেখ তাজুদ্দীন, হাফিজ জাবির আহমদ, মোঃ ছালিক মিয়া, সৈয়দ মসরুসহ আরও ক’জন মিলে সংঘ কাজে সদা তৎপর। প্রতি বৃহস্পতিবার পাড়ার বিভিন্ন বাড়ীতে গিয়ে বিনা দাওয়াতে উঠান অনুষ্ঠান। বাড়ীর সকলকে একত্রিত কের নামাজের তা’লিম সূরা মশক ইত্যাদি প্রদান। এমনিভাবে এলাকার যুবকদের আসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হতো।
তাছাড়া বছরে একটি তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন যা ছিল নির্ধারিত। প্রতিষ্ঠাকালিন সময়ের প্রথম ২/৩ বছর দুইটি মাহফিলের আয়োজন করা হতো। বর্তমানের ন্যায় তখন পাড়া ভিত্তিক সংঘ ছিল কম। যদিও সৈয়দপুর গ্রামে বর্তমানে মাদরাসাসহ কমপক্ষে ১০টি সম্মেলনের আয়োজন হয়ে থাকে।
আমাদের প্রোগ্রাম ছিল ব্যতিক্রম।

১৯৮৫ খ্রি.। তৌহিদী যুব সংঘের উদ্দোগে বছরের প্রথম তাফসীরুল কুরআন মাহফিল সৈয়দপুর বাজার প্রাঙ্গনে আয়োজন। প্রধান অতিথি তখনকার সময়ের বিখ্যাত মুফাসসীরদের অন্যতম মাওলানা আব্দুল খালিক বাহুবলী। দিনের বেলায় মাহফিল বিধায় বড় একজন অতিথি। ভাতিজা সৈয়দ আশফাক গহরপুরের ছাত্র। সভার কাজে বাড়ীতে আসা। সভার একদিন আগে বললেন আমাকে তোমরা ১০০ টাকা দিলে মাহফিলে একজন নতুন ওয়ায়িজ নিয়ে আসতে পারবো। আশফাকের কথা অার
কাজ সমান, পরের দিন সভায় হাজির মোটাসোটা কাট্টাচুলধারী ইয়াং একজন হুজুর, তিনির হাফিজ জুবায়ের আহমদ। তখন জালালাইন বা মিশকাত মিশকাতের ছাত্র।

বয়ান দিলেন সর্বোচ্চ ৪০ মিনিট। আল্লাহু আকবার, থাক লাগিয়ে দিলেন হাজিরীনে মাজলিসকে। প্রধান অথিতিসহ সৈয়দপুর দারুল হাদীস মাদরাসার সাবেক মুহতামীম হাফিজ মাওলান মনজুর আহমদ রহ., শায়েখ হাফিজ মাওলানা আবু সাঈদ রহ., মাওলানা সৈয়দ মুতাহির আলী রহ. মাওলানা সৈয়দ মুস্তাকীম আলী রহ. সহ সকলের মূখে একই কথা কোথায় থেকে সংগ্রহ করলো এমন বক্তা।
তাঁর আলোচনায় সকলেই সন্তুষ্ট। মাত্র ক’বছরেই সারা দুনিয়ায় বিশাল পরিচিতি
লাভ করেন। তখন থেকেই সৈয়দপুরের সংগে একটা আত্মার সম্পর্ক গড়ে উঠে।
দেশ বিদেশে তাফসীর মাহফিলের মাঠে আল্লাহ তায়ালা তাঁর বান্দাকে কবুল করেছিলেন, যেখানে তাঁর দাওয়াত সেখানেই লোক লোকারণ্য।
ওয়াজ মাহফিলের সময়ে একই রাতে ৩/৪ টি প্রোগ্রাম থাকতো। কোন জায়গায় দেখা যায় রাত ১/২টায় আসতেন। মাহফিলের মাঠ জনশুন্য। হঠাৎ মাহফিলের মাইকে আওয়াজ, আনসারী সাহেব কিছুক্ষণের মধ্যে মাহফিলে আগমন করবেন। মানুষের জোয়ার ছুটে যেত মাহফিলের দিকে। কোথা থেকে যে মানুষের ঢল নেমে আসতো, মাঠ ভরে যেত মানুষে আর মানুষে।

আজ তিনি চির বিদায় নিয়ে চলে গেলেন!
আমরা তাঁর আত্মার মাগফেরাতের জন্য দোয়া করবো, মহান রাব্বুল আলামীন যেন তাঁর কুরআনের মেহনতকে কবুল করেন এবং তাঁকে জান্নাতের উঁচু মাকাম দান করেন।
আমীন।

লেখকঃ অধ্যক্ষ সৈয়দপুর শামসিয়া ( ডিগ্রি ) ফাজিল মাদ্রাসা, জগন্নাথপুর সুনামগঞ্জ

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম