মোঃ সাইফুল্লাহ : মাগুরার শ্রীপুরে বৃত্তি ও টিফিনের জমানো টাকা উপজেলা নির্বাহী অফিসারের ত্রান তহবিলে দান করে অনন্য দৃষ্টান্ত স্হাপন করলো শ্রীপুর সরকারি এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্রী — আনিকা তাসনিম স্নেহা। সে গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে তার পিতা ফজলে করিমের সাথে নিয়ে মাগুরা শ্রীপুরের উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যেয়ে ৫ম শ্রেনী থেকে বৃত্তি পাওয়া জমানো দুই হাজার টাকা ও -টিফিনের জমানো ৫ শত টাকাসহ – সর্বমোট -দুই হাজার ৫ শত টাকা শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃইয়াসিন কবীরের হাতে তুলে দেয়- সামাজিক দুরত্ব বজায় রেখে। শ্রীপুরের টুপিপাড়া খান ভীলায় বসবাসরত ফজলে করিম ওফাতেমা খাতুুনের ১মা কন্যা আনিকা -জানায় আমার ইচ্ছে ছিলো বৃত্তি ও টিফিনের জমানো টাকা দিয়ে আমার ছোট বোনকে কিছু একটা উপহার দিবো- কিন্তু যখন দেখলাম আমাদের দেশসহ বিশ্বব্যাপি ভয়নক করোনা ভাইরাসের ভয়ে দিন মুজুরেরা কোনো কাজ করতে পারছেন না, ক্ষুধার্ত মানুষেরা খাবার জন্য করছে হাহাকার তখন সিদ্ধান্ত নিলাম বোনকে আপাতত উপহার না দিয়ে মানবতার সেবাই কিছু করার, তখন বাসায় বসে – আব্বু,আম্মু ও সাংবাদিক সাইফুল্লাহ মামার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিলাম ইউএনও স্যারের ত্রান তহবিলে আমার জমানো টাকাগুলো দিয়ে দিবো।যেই সিদ্ধান্ত সেই কাজ -আম্মুর দোয়া নিয়ে আব্বুকে সাথে নিয়ে শ্রীপুর যেয়ে আমার জমানো টাকাটা ইউএনও স্যারের হাতে তুলে দিই। সে আরো জানায়– আমি চাই আমার মতো যাদের জমানো টাকা আছে তারাও যেন দেশের এই দূর্দিনে মানবতার সেবাই এগিয়ে আসে, যাতে খাবারের অভাবে কেউ যেন হাহাকার না করে। এদিকে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর আনিকাদের নিকট থেকে টাকা গ্রহন করে তাদেরকে তাৎক্ষণিক ধন্যবাদ জানিয়ে বিদায় দেন – পরবর্তীতে তিনি তার ফেসবুক আইডিতে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন নিচেই তা হুবহু তুলে ধরা হলো —
ডা: স্নেহা: শিখা অনির্বাণ
তুই কোন ডাক্তার নস;
সবে সপ্তম শ্রেণীতে পড়িস। তবু তোকে ডাক্তার ডাকতে ইচ্ছে করছে। ডাক্তার যেমন ক্ষত সারায়; বেঁচে থাকার আশা জাগায়। তুই তেমনি আজ ক্ষত সারালি; আমার মনের ক্ষত। আমারই স্ব-প্রজাতির লজ্জার ক্ষত। পিতা যখন প্রিয়তম সন্তানকে ছুতে পারছে না; কবরে মাটি দেওয়ার স্বজন উধাও। ঠিক তখনও এ প্রজাতি চাল চুরি করে; নকল মাস্ক বানায়; সিন্ডিকেট করে চালের দাম বাড়ায়। এ গল্প লজ্জার। এ লজ্জা গভীর ক্ষত তৈরি করে।
তবে এই ক্ষত সেরে ওঠে তোর মত আলো আসলে। লজ্জার দায় ঘোচে তোর মত স্নেহের পরশে। যে ক্ষুদ্রপ্রাণ কেঁদে ওঠে আর্ত-পীড়িতের কষ্টে; টিফিনের টাকা বাঁচিয়ে যে হাত তুলে দেয় ক্ষুধার্তের মুখে খাবার, সে শিখা অনির্বাণ, সে প্রাণ অনিঃশেষ।
প্রকৃতি তার আক্রোশ থামাবে একদিন, সন্তান তার পিতা কে ছোঁয়ার অধিকার ফিরে পাবে; বন্ধুর বুকে বন্ধু ঝাঁপিয়ে পড়বে নির্দ্বিধায়। সেদিন তুই ডাক্তার হয়ে উঠবি। জরা, জীর্ণ, ক্ষত সেরে উঠবে তোর স্নেহের পরশে।। এই শুভ কামনা করি।
(আনিকা তাসনিম স্নেহা, সপ্তম শ্রেণী, এম সি পাইলট স্কুল, তার উপবৃত্তি এবং টিফিনের টাকা বাঁচিয়ে ২৫০০৳ আত্মমানবতার সেবায় উপজেলার ত্রাণ তহবিলে প্রদান করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি)।