মোঃ সাইফুিল্লাহ:
আজ রবিবার মাগুরা জেলায় একজন করোনা পজিটিভ শনাক্ত পাওয়া গিয়েছে। আক্রান্ত ব্যক্তির নাম- বিপ্লব বিশ্বাস,(২৫) তার বাড়ি শ্রীপুর উপজেলার জারিয়া (বাখেরা) গ্রামে। মাগুরার প্রথম করোনা আক্রান্ত রোগীর মৃগীডাঙ্গা গ্রামের পাশের ইউনিয়নে আজকের এই তৃতীয় আক্রান্ত ব্যক্তির বাড়ি বলে জানা গেছে।
মাগুরা জেলার তৃতীয় শনাক্ত বিপ্লব বিশ্বাস ও একজন গার্মেন্টস শ্রমিক । সে গত ২০ এপ্রিল নরসিংদী জেলা থেকে বাড়ীতে এসেছেন।
মাগুরার শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন কবীর জানান- নরসিংদী আসা উক্ত বিপ্লব বিশ্বাসের করোনা পজিটিভ হওয়ায় উপজেলার জারিয়া গ্রামটি পুরোপুরি লকডাউন করা হয়েছে।
অপরদিকে সকাল থেকে মাগুরাতে দুই জনের করোনা শনাক্ত হবার কথা শোনা গেলেও অন্য এক জনের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলায়। গতকাল শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে সন্দেহ হওয়ায় তার নমুনা সংগ্রহ করা হয়।
যেহেতু তিনি শালিখায় নমুনা দিয়েছিলেন তাই তার নাম মাগুরা জেলার মধ্যে চলে আসে যা মাগুরা স্বাস্থ্য বিভাগ যশোরে হবে বলে দাবী করার পর মাগুরায় ১ জনকে আনুষ্ঠানিক শনাক্ত ঘোষণা করা হয়েছে ।
মাগুরার শালিখায় আদাডাঙ্গা গ্রামে শনাক্ত হওয়া ব্যক্তিটি উপজেলার সীমান্তবর্তী গ্রাম যশোরের বাঘারপাড়া উপজেলার পশ্চিমা গ্রামের। করোনায় আক্রান্ত ব্যক্তি শালিখার আদাডাঙ্গা গ্রামের জামে মসজিদে ইমামতি করতেন।গতকাল শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি সর্দিজনিত কারণে চিকিৎসা নিতে এসেছিলেন। করোনা উপসর্গ সন্দেহ হওয়ায় তার নমুনা নেওয়া হয়। শালিখা থেকে নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পাঠানো হয় এবং তার রিপোর্ট পজেটিভ আসে।
এলাকাবাসী জানায় করোনা শনাক্ত ব্যক্তি গত রাতে শালিখা উপজেলার আদাডাঙ্গা গ্রামের জামে মসজিদে তারাবিহ নামাজে ইমামতি করেন।
শালিখা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আদাডাঙ্গা গ্রাম সহ শালিখা-বাঘারপাড়া সড়ক লকডাউন ঘোষনা করা হয়েছে।
প্রথম শনাক্ত হওয়া করোনা আক্রান্ত রোগী মৃগেডাঙ্গা গ্রামের ব্যক্তিটি এবং তার সংস্পর্ষে জোৎ শ্রীপুর গ্রামের ব্যক্তিটি সুস্থ্য আছেন বলে জানান মাগুরা সিভিল সার্জন অফিসের মনিটারিং অফিসার ডা:আরিফুর রহমান ।