মোঃ সাইফুল্লাহ, মাগুরা : করোনা পরিস্থিতিতে মাগুরা কলেজ রোডের খোন্দকার প্লাজার মালিক খোন্দকার সজল তার মার্কেটে থাকা ২৯টি দোকানের ভাড়াটিয়াদের এপ্রিল মাসের ভাড়া মওকুফ করার ঘোষণা দিয়েছেন। দোকান ঘর গুলোর মোট ভাড়া ১ লাখ ৬০হাজার টাকা।
খোন্দকার সজল জানান, করোনা পরিস্থিতিতে গত ২৬ মার্চ থেকে সরকারি নিদের্শনা অনুযায়ী মার্কেটের সব দোকান ঘর বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়। দোকান ঘর বন্ধ থাকায় ব্যবসায়ীরা ব্যাপকভাবে অর্থনৈতিক মন্দার সম্মুখিন হয়েছেন। সে বিষয়টি মানবিক বিবেচনায় রেখে এপ্রিল মাসের ভাড়া মওকুফ করা হয়েছে।
অন্যদিকে মাগুরা সদরের জগদল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ রফিকুল ইসলাম জানান, করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক দুরাবস্থায় মুখোমুখী হওয়ায় তিনি তার জগদল ইউনিয়ন পরিষদের মালিকানাধীন ২’শ টি দোকান ঘরের এপ্রিল মাসের ৫ লক্ষাধিক টাকার ভাড়া মওকুফ করে দিয়েছেন।