মোঃ সাইফুল্লাহ,মাগুরা : গত ২ দিন যাবৎ মাগুরা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক ড.আশরাফুল আলমে,র নির্দেশনায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রেভিনিউ ডেপুটি কালেক্টর শীতেষ চন্দ্র সরকার এর নের্তৃত্বে মাগুরা পৌর এলাকার বিভিন্ন স্থানে এবং নির্বাহী ম্যাজিস্ট্রট জালালুদ্দিনের নেতৃত্বে শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজার ও শ্রীপুর বাজারসহ শ্রীপুর উপজেলার বিভিন্ন হাট বাজারে করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে ও বাজারের দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করায় খামরপাড়া বাজারের ইমন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্দুস সালেককে ১০ হাজার টাকা ও বনিতাস্টোর/ টেলিকমের স্বত্বাধিকারি তরুন বিশ্বাসকে ৫ হাজার টাকাএবং শ্রীপুর বাজারের মক্কা সেনেটারিকে ৫ হাজার টাকা ও চায়ের দোকানদার অপুর্বকে ১ হাজার ৫০০ টাকা সহ পৌরসভা ও শ্রীপুর এলাকান বেশ কিছু ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযানে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসচেতনতামূলক প্রচারণা চালনা হয়।জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারা। এ সচেতনতা মুলক প্রচারণা অব্যাহত থাকলে মাগুরা জেলাকে করোনা মক্তু রাখা অনেকটায সহজ হবে মনে করছেন এলাকার সচেতন মহল।