মোঃসাইফুল্লাহ : মাগুরার শ্রীপুর উপজেলার ৫ নং দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন কাননের বিভিন্ন অনিয়ম ও দূনীতির বিচারের দাবিতে মঙ্গলবার বিভিন্ন দফতরে আবেদন দেওয়া হয়েছে। ওই ইউনিয়নের ৯ জন নির্বাচিত মেম্বারের স্বাক্ষরে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, বিভাগীয় কমিশনার, খুলনা, জেলা প্রশাসক, মাগুরা, স্থানীয় সরকার বিভাগ উপ-পরিচালক, উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দফতরে লিখিত এ আবেদন জানিয়েছেন। আবেদনে স্বাক্ষরকারীরা হলেন-ইউপি সদস্য মোঃ লাভলু বিশ্বাস, মোঃ নবুয়ত আলী, মোঃ মোফাজ্জেল হোসেন, মোঃ বিল্লাল হোসেন মোল্যা, মোঃ জামাল বিশ্বাস, হামজা, মোঃ আবু সাইদ, মোঃ নওশের আলী শেখ ও মমতা সমাদ্দার। লিখিত আবেদন সূত্রে জানা গেছে, উপজেলার ৫ নং দারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন নির্বাচনের আগে একজন ওষুধ কোম্পানীর রিপ্রেন্ডেটেটিভ ছিলেন। তখন তার একটি টিনের ঘর ছিলো। কিন্ত বর্তমানের তিনি আনুমানিক কোটি টাকা ব্যয়ে একটি বিলাসবহুল তিনতলা বিল্ডিং করেছেন এবং তা দামিদামি আসবাবপত্র দিয়ে সাজিয়েছেন। এদিকে প্রায় ৫০ লক্ষ টাকা দিয়ে মালাইনগর ইটভাটার শেয়ার কিনেছেন। একটি দশ টন টাটা ট্রাক কিনেছেন বড়ইচারা ডিসি ইকোপার্কের জন্য বরাদ্দকৃত।