মোঃ সাইফুল্লাহ : মাগুরার শ্রীপুর উপজেলার ৩ নং শ্রীকোল ইউনিয়নের ৭ও ৮নং ওয়ার্ড লকডাউন ঘোষনা করা হয়েছে। মাগুরা-১ আসনের সাংসদ আলহাজ্ব এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর আজ ২৩ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার টেলিকনফারেন্চের মাধ্যমে এ ঘোষনা দেন। তিনি – বলেছেন “মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় জনগণের কল্যাণে এই লকডাউন ঘোষণা করা হলো “। তিনি আরও বলেছেন, ” জরুরী কাজ ছাড়া বাড়ি থেকে বের হওয়া যাবেনা। বিশেষ করে চায়ের দোকানে, হাটবাজারে আড্ডা দেওয়া যাবে না”। ৩নং শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান এম এম মোতাসিম বিল্লাহ সংগ্রাম জনগণের উদ্দেশ্যে বলেন,” আপনারা ঘবে থাকুন, সুস্থ থাকুন।” হোম-কোয়ারেন্টিনে থাকাটায় সকলের জন্য করোনা ভাইরাস মোকাবেলার একমাত্র পদ্ধতি বলে মনে করেন বিশেষজ্ঞরা। বরিশাট গ্রামের ৮ নং ওয়াডের মেম্বার মোঃবিল্লাল হোসেন বলেন,” মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন আপনারা বিশেষভাবে কড়া নজর রাখবেন এবং যারা বিদেশ থেকে এসেছে বা ঢাকা, নারায়নগঞ্জ , গাজীপুর, চট্টগ্রাম, ফরিদপুরসহ থেকে আসা কোন ব্যক্তি গ্রামে প্রবেশ করতে পারবে না এবং গ্রাম থেকে কেউ বাইরে যেতে পারবে না” গ্রামে বিনা কারণে ঘুরাঘুরি করতে বা আড্ডা দিতে না পারে সেদিকে বিশেষ নজর রাখতে হবে । গ্রামে কোন আত্মীয় স্বজন না আসতে পারে সেইদিকেও লক্ষ রাখা হবে। জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য মাইকিং করা হয়েছে।