মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত সিলেটের চিকিৎসক ডা. মো. মঈন উদ্দিন মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ঢাকার কুর্মিটুলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকাারী পরিচালক আনিসুর রহমান সিলেট মিররকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৫ এপ্রিল করোনায় আক্রান্ত হওয়ার পর প্রথমে বাসায় রেখেই তার চিকিৎসা শুরু হয়। বিষয়টি এদিন সন্ধ্যায় সিলেট মিররকে নিশ্চিত করেন সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল। এদিন সন্ধ্যায় তার বাসা এবং রাতে পুরো হাউজিং এস্টেট এলাকা লকডাউন করে প্রশাসন। ৭ এপ্রিল তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসিইউতে রাখা হয়। পরদিন ৮ এপ্রিল পারিবারিক সিদ্ধান্তে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।