শাহাদাত হোসেন,রাউজানঃ রমজানের প্রথম দিন চট্টগ্রামের ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ মানুষের জন্য সেহেরীর খাবার সরবরাহ কার্যক্রম শুরু হয়েছে।রান্না করা হচ্ছে প্রায় ২ হাজার মানুষের খাবার।জানা যায়,সেন্ট্রাল বয়েজ অব রাউজানের ব্যবস্থাপনায় এমপি”র পুত্র ফারাজ করিম চৌধুরীর উদ্যোগে পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন ২ হাজার করে প্রায় ৬০ হাজার মানুষের জন্য এই সেহেরীর খাবার পৌছে দেয়া হবে।
২৪ এপ্রিল শুক্রবার সন্ধ্যা এই কার্যক্রমের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি।এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সি,সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, যুবলীগ নেতা সুমন দে, সেন্ট্রাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলাম।