এস. এম. রুবেল, মহেশখালীঃ
রমজানে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম ঠিক রাখতে বিভিন্ন বাজারে সচেতনতামুলক প্রচারনা চালিয়েছেন কক্সবাজারের মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধরের নেতৃত্বে একদল পুলিশ সদস্য। এসময় ওসি ব্যবসায়ীদের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নিবেন বলে জানান।
আজ সারাদিন মহেশখালী পৌরসভার গোরকঘাটা বাজার, বড়মহেশখালী নতুনবাজার সহ উপজেলার বিভিন্ন বাজারে এ সচেতনতা প্রোগ্রাম পরিচালনা করে মহেশখালী থানা পুলিশ।
এসময় করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার বিষয়েও সচেতন করা হয় বাজারে আগত জনসাধারণকে।
বর্তমান করোনা পরিস্থিতিতে মহেশখালী থানা পুলিশের বিভিন্ন জনকল্যানমুলক কার্যক্রমে সন্তুষ্ট এখানকার মানুষ। বিশেষ করে মহেশখালী জেটিঘাট ও বদরখালী জেটিতে বহিরাগতদের প্রবেশরোধে রাত দিন ডিউটি করছে মহেশখালী থানা পুলিশ।
মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, রমজানে নিত্য প্রয়োজনীয় পন্যের দাম বেশি রাখলে পুলিশকে জানান। পুলিশ দ্রুত ব্যবস্থা নিবেন। পাশাপাশি ব্যবসায়ীদের দাম বৃদ্ধি না করতে কড়া হুশিয়ারী দেন তিনি।