শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
করোনা পরিস্থিতিতে জীবনের ঝুকিঁ নিয়ে প্রতিদিন কাজ করে যাচ্ছেন ইউনিয়নের গ্রাম পুলিশের সদস্যরা।জীবনের ঝুকিঁ নিয়ে দায়িত্ব পালনকারী গ্রাম পুলিশদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত উপহার খাদ্যসামগ্রী দেয়া হয়েছে।গতকাল মঙ্গলবার রাউজান উপজেলা চত্বরে উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১১২ জন গ্রাম পুলিশের মঝে এসব খাদ্যসামগ্রী বিতরন করা হয়।এসময় টেলিকনফারেন্সের মাধ্যমে সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী গ্রাম পুলিশদের জীবনের ঝুকিঁ নিয়ে করোনা ভাইরাস মোকাবেলায় কাজ করায় তাদের প্রতি অভিনন্দন জানান। উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ,রাউজান উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ আবদুল্লাহ আল মাহমুদ ভুইয়া, রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ প্রমুখ ।