শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডের কর্মহীন,দরিদ্র অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর প্রদত্ত উপহার চাউল কিতরণ করা হয়েছে।২৪ এপ্রিল শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ডাবুয়া,রাউজান, কদলপুর, পাহাড়তলী,নোয়াপাড়া ও উরকিরচর ইউনিয়নের কর্মহীন,দরিদ্র অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর প্রদত্ত চাউল তুলে দেন স্থানীয় এমপি এবি এম ফজলে করিম চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, সহকারী কমিশনার ভূমিআবদুল্লাহ আল মাহমুদ ভুইয়া, রাউজান উপজেলা আওয়ামীলীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ পিপিএম, রাউজান পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ,ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান চৌধুরী, বি এম জসিম উদ্দিন হিরু,তছলিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ রোকন উদ্দিন,সৈয়দ আব্দুল জব্বার সোহেল,দিদারুল আলম,যুবলীগ নেতা সাজু মোহাম্মদ নাছের,হাসান মোহাম্মদ রাসেল,জিয়াউল হক রোকন উদ্দিন,আবু ছালেক,ছাত্রলীগ জিল্লুর রহমান মাসুদ,সাখাওয়াত হোসেন পিবলু,মোহাম্মদ আসিফ,মনির তালুকদার, নাছির উদ্দিন,তানভীর চৌধুরী প্রমুখ।