শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিম
রাউজানে ৭”শ মসজিদের ১৪”শ ইমাম ও মোয়াজ্জিমদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রম উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাউজান সদর মাষ্টার দা সূর্যসেন চত্বরে সেন্টাল বয়েজ অব রাউজানের ব্যবস্থাপনায় এমপির পুত্র ফারাজ করিম চৌধুরী ত্রাণ তহবিল থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসব ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, ডাল,চনা, চিনি সেমাই, আলু,সয়াবিন,পেঁয়াজ,ছিড়াসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্য দ্রব্য। পবিত্র মাহে রমজানুর মোবারক এর শুভেচ্ছা জানিয়ে এমপি ফজলে করিম চৌধুরী ইমাম মোয়াজ্জিমদের বলেন,করোনা থেকে বাঁচার একমাত্র উপায় সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রাখা।পবিত্র মাহে রমজানের তারাবির নামাজ ঘরে পড়ুন।মসজিদে জামাতে নামাজ পড়া এই মুহূর্তে ঝুঁকিপূর্ণ।মুসল্লিদের আপনারা বলবেন করোনা একটি ছোঁয়াছি রোগ।তাই মসজিদে জনসমাগম করা যাবে না।সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।এসময় আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, সহকারী কমিশনার ভূমিআবদুল্লাহ আল মাহমুদ ভুইয়া, রাউজান উপজেলা আওয়ামীলীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ পিপিএম, রাউজান পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ,সেন্টাল বয়েজ অব রাউজানের সভাপতি সাইদুল ইসলামসহ অন্যান্যরা।