শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
করেনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর প্রদত্ত চাউল বিতরণ করেন স্থানীয় সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।২৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রধানমন্ত্রীর প্রদত্ত উপহার চাউল উপজেলার নোয়াজিশপুর ইউনিয়ন,গহিরা ইউনিয়ন ও রাউজান পৌরসভায় হতদরিদ্র, রিক্সা চালক, সিএনজি চালক,পরিবহন শ্রমিক, কৃষক, দিনমজুর ভিক্ষুক ও শ্রমজীবীদের মাঝে বিতরণ করা হয়।উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়,প্রধানমন্ত্রীর প্রদত্ত ৯৪ মেট্রিক টন উপহার চাউল স্থানীয় জনপ্রতিনিধি,পৌরসভার কাউন্সিলরদের বন্টন করে দেয়া হয়।তাঁরাই এসব চাউল এলাকার দরিদ্র পরিবারের মাঝে বিতরণ করছেন।
বিতরণ কালে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ, উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ আবদুল্লাহ আল মাহমুদ ভুইয়া, রাউজান থানার ওসি কেপায়েত উল্ল্যাহ, রাউজান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও রাউজান উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ রাউজান উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন পিপলু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ প্রমুখ।