মো. নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি):
জেলার রামগড়ে বখাটে ছেলের ইটের আঘাতে মাথা ফাটলো বৃদ্ধা মায়ের। মঙ্গলবার দুপুর ২টায় পৌরসভার নজিরটিলা এলাকায় ঘটনাটি ঘটে।
জানা যায়, নজিরটিলার বাসিন্ধা সামছুল হকের সাথে তারই মেঝ ছেলে ওমর ফারুক এর পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে ছেলে পিতার গায়ে হাত তুলতে গেলে বৃদ্ধা মা খায়রুন নেছা বাঁধা দেয় এতে ছেলে ক্ষিপ্ত হয়ে ইট দিয়ে মার মাথায় এলোপাতাড়ি আঘাত করে। আঘাতের এক পর্যায়ে মায়ের মাথা ফেটে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরন হলে ছেলে তা দেখে পালিয়ে যায়।
আহত মাকে রামগড় হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার্থে চট্রগ্রাম মেডিকিল কলেজ হাসপাতালে প্রেরণ করে। চিকিৎসক জানান, রোগীর অবস্থা আশংকাজনক।