মো. নিজাম উদ্দিন, রামগড় (খাগড়াছড়ি):
দেশে করোনা ভাইরাস সংক্রমনের কারনে সরকারী নীতিমালা মেনে ঘরে থাকা মানুষের মাঝে চলমান খাদ্য সহায়তা বণ্টনে উপজেলা খাদ্য গুদাম পরিদর্শন করেছেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম বদরুদ্দোজা।
বুধবার বিকালে উপজেলার মাষ্টারপাড়ায় খাদ্য গুদামে রক্ষিত খাদ্য সঠিকভাবে সংরক্ষিত এবং গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে কি না তা খতিয়ে দেখেন। পরিদর্শনের সময় খাদ্য শস্যের মান যাচাই করেন এবং খাদ্য গুদাম কর্মকর্তাকে দিক নির্দেশনা দেন। খাদ্য গুদাম কর্মকর্তা মো. আসাদুজ্জামান নির্বাহী অফিসারকে দুটি গুদামের মজুদ সম্পর্কে অবহিত করেন। এসময় আ.ন.ম বদরুদ্দোজা গুদামে খাদ্য শস্যের পর্যাপ্ত মজুদে সন্তোষ প্রকাশ করেন।
খাদ্য গুদাম পরিদর্শনকালে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনসুর আহাম্মদ, রামগড় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মো. নিজাম উদ্দিন ও উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক রতন বৈষ্ণব ত্রিপুরা উপস্থিত ছিলেন।