সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও সদর উপজেলা পূর্ব বেগুনবাড়ী ইউপি’র একটি গ্রামে প্রবাসী যুবক ও স্থানীয় তরুণদের নিজ উদ্যোগে রাতের আধাঁরে ত্রাণ পৌঁছে যাচ্ছে আশে পাশের এলাকা সহ প্রত্যন্ত গ্রামে।
বুধবার পূর্ববেগুনবাড়ী এলাকার নতুন পাড়া গ্রামে গিয়ে দেখাযায় ,এই সেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা কর্মহীন দু:স্থদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিচ্ছেন ।করোনা ভাইরাসের প্রভাবে লকডাউনে থাকা কর্মহীন দু:স্থদের চাল, ডাল,তেল, লবন, সাবান তুলে দেন তাদের হাতে।
সংগঠনটির সংশ্লিষ্টরা জানায়,বিভিন্ন পাড়া –মহল্লার অনেক মধ্যবিত্তরা থাকেন যারা এ সময়ে কর্মহীন হয়ে পড়েছেন। তাদের অনেকেই
স্থানীয় জনপ্রতিনিধির কাছে যেতে চান না এসব অনাহারী , অসহায় নারী -পুরুষরা যাতে দু-বেলা দু-মুঠোভাত মুখে দিতে পারেন তার জন্যই এ সংগঠনটির এমন উদ্যোগ।
এদিকে প্রবাসী যুবক ও তরুণদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও গণ্যমান্য ব্যক্তিরা।