শাহজালাল শাহেদ, চকরিয়া: করোনা পরিস্থিতিতে ঘোষিত লকডাউন না মেনে চকরিয়ায় ঢাকা হতে অ্যাম্বুলেন্স যোগে গোপনে প্রবেশ করায় দায়ে ৬ জনকে ১১ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে ৬ ব্যক্তিকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। শনিবার ১১ এপ্রিল চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ও করাইয়াঘোনা গ্রামে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। এব্যাপারে ইউএনও নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান বলেন, গত ৯ এপ্রিল করোনা ভাইরাস প্রতিরোধে কক্সবাজার জেলা প্রশাসন গোটা জেলাকে লকডাউন ঘোষণা করে। সেটি অমান্য করে ঢাকা হতে তারা (৬ব্যক্তি) গোপনে চকরিয়ায় ঢুকে পড়ে। ওই খবর বিশ্বস্থ সংবাদে নিশ্চিত হলে তাদের বিরুদ্ধে সরেজমিন গিয়ে এ ব্যবস্থা নেয়া হয় বলে তিনি জানান।