নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার লালমাই উপজেলার উত্তর ভূলইন ইউনিয়ন এর শ্রীপুর গ্রামের খেটে-খাওয়া অসহায় ৫০ পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন সৌদি প্রবাসী মিজানুর রহমান। মরহুম হাজী আব্দুর রশিদ ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক উপজেলার উত্তর ভূলইন ইউনিয়নের শ্রীপুর গ্রামের কৃতি সন্তান সৌদি আরব প্রবাসী মো. মিজানুর রহমানের নিজস্ব অর্থায়নে নিজ গ্রামের অসহায়-দুঃস্থ ৫০ টি পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়। শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে ফাউন্ডেশন এর সভাপতি ডা. জামাল হোসেন এর উপস্থিতিতে বাড়ি বাড়ি গিয়ে অসহায় পরিবারগুলোর মাঝে এ ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়। এতে চাল, ডাল, তেল, আলু, ছোলা, লবণ, মুড়ি সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ছিলো। ত্রাণ বিতরণ কাজে অন্যান্যের মধ্যে সহযোগিতা করেন মো. আলমগীর হোসেন কবির, মো. মোজাম্মেল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। মরহুম হাজী আব্দুর রশিদ ফাউন্ডেশন এর মাধ্যমে প্রবাসী মো. মিজানুর রহমান নিজস্ব অর্থায়নে এ ত্রাণ সামগ্রী পেয়ে অসহায় পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন। জানা গেছে, মরহুম হাজী আব্দুর রশিদ ফাউন্ডেশন এর মাধ্যমে প্রবাসী মো. মিজানুর রহমান দেশের বিভিন্ন দূর্যোগকালীন সময়ে অতীতেও সমাজের অসহায়-দুঃস্থ ও খেটে-খাওয়া মানুষদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এবিষয়ে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রবাসী মো. মিজানুর রহমান বলেন, “আমার পিতা মরহুম হাজী আব্দুর রশিদ এর স্মরণে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠা করি। ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই নিজেদের সাধ্যানুযায়ী চেষ্টা করেছি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে। তারই ধারবাহিকতায় বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে দেশে চলমান সংকটকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া দিনমজুর ও সমাজের খেটে-খাওয়া অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও অসহায় মানুেষদের জন্য নিজের সাধ্যানুযায়ী সর্বোচ্চটা দেয়ার চেষ্টা অব্যাহত থাকেবে ইন্ শা আল্লাহ্।” এসময় তিনি দেশের এই ক্রান্তি লগ্নে কর্মহীন ও অসহায় মানুষদের পাশে সমাজের সকল বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহবান জানান।