নইন আবু নাঈম, বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য তপু বিশ্বাসের বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রী যাদব বিশ্বাস (১১০) পরলোকগমণ করেছেন। মঙ্গলবার বিকেল তিনটার দিকে বার্ধক্যজনিক কারণে আমড়াগাছিয়া কালিবাড়ি গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি আট ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
যাদব বিশ্বাসের মৃত্যুতে বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজমল হোসেন মুক্তা গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ##