নইন আবু নাঈম, বাগেরহাটঃ
বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা বাজার ও পাশর্^বর্তী ৩০০ পরিবারের সু-পেয় খাবার পানির সংকট দীর্ঘদিনের। বর্তমান করোনা পরিস্থিতির মধ্যে বিশুদ্ধ পানির উৎস না থাকায় দিশেহারা হয়ে পড়েন এলাকার লোকজন। দেশের ক্রান্তিলগ্নে এগিয়ে আসলেন শরণখোলা উপজেলা ছাত্রলীগ।
সরেজমিনে দেখা যায়, উপজেলা সদরের প্রানকেন্দ্র রায়েন্দা বাজার ও পাশর্^বর্তী এলাকায় বিশুদ্ধ পানির সংকট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সপ্তাহব্যাপী বিভিন্ন প্রকার প্রচারণায় আলোড়ন সৃষ্টি হলে শরণখোলা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহŸায়ক সাইফুল ইসলামের নিজস্ব অর্থায়নে একটি নতুন টিউবওয়েল স্থাপণ ও পুরাতন টিউবওয়েলটি সংস্কার করা হয়।