শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়ার শাহারবিল ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডে করোনা পরিস্থিতিতে ঘরবন্দী শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা ছাত্রলীগের সদস্য চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজিদ হোসেন সাকিব। ইতোমধ্যে তার হাতে একশ পরিবারের একটি তালিকা এসে পৌঁছেছে বলে তিনি নিশ্চিত করেছেন। ছাত্রনেতা সাজিদ হোসেন সাকিব বলেন, চেষ্টা করছি সাধ্যমতো খাদ্য সহায়তা দিয়ে গৃহবন্দী গরীব, অসহায় ও মধ্যবিত্ত কর্মহীন মানুষগুলোর পাশে দাঁড়াতে। খুব শীঘ্রই এসব খাদ্য সামগ্রি তিনি বাড়ি বাড়ি পৌঁছে দিবেন বলে জানান।