নিজস্ব প্রতিবেদন : দেশব্যাপী চলমান মহামারির প্রাদুর্ভাবে সরকারি বেসরকারি বিভিন্ন সংগঠন এগিয়ে এসেছে। এরই ধারাবাহিকতায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী ও প্রণোদনা বিতরণের উদ্যোগ নিয়েছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা মুন্সীগঞ্জ জেলা কমিটি। সংগঠনটির পক্ষ থেকে শুক্রবার সকালে মিরকাদিমে ১শ শিশুদের মাঝে পাউরুটি, বিস্কুট, নুডলস, চিপস ও কলাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী ও প্রণোদনা প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সহ সভাপতি ম.মনিরুজ্জামান শরীফ, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আওলাদ হোসেন খান শিবলী, মুন্সীগঞ্জ জেলা কমিটির সভাপতি শেখ মনিরুজ্জামান রিপন, সাধারণ সম্পাদক আকিব হাসান সিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক ফারজান সুমন, সাইফুল ইসলাম মুন ফেরদৌস, রুহুল আমিনসহ সংগঠনের নেতাকর্মীরা।