আব্দুর রকিব,শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতাঃ শ্রীনগরে কোলাপাড়ায় একটি ইজারাকৃত খালের মাছ জোরপূর্বক ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার কোলাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কোলাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের অর্ন্তগত নন্দলাল শাহার ব্রীজ হতে হাওলাদার বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার খালটি মাছ চাষের জন্য ওই মো. স্বাধীন ও শাহরিয়ারসহ এলাকার বেকার যুব সমাজকে ইজারা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় ইজারাদাররা খালের পানিতে বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে আসছিল। অথচ গত বৃহস্পতিবার ওই এলাকার মো. হাসেম, মো. খলিল, তাহের, খোকা, শামীম গংরা শ্যালো মেশিন বসিয়ে খালের পানি সেচে মাছ ধরা শুরু করে। ইজারাদাররা বাঁধা প্রদান করলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। অপর একটি সূত্র জানায়, সরকারি খাল কিংবা জলাশয়ের পানি সেচে মাছ শিকার অগ্রহনযোগ্য। সেখানে একটি মহল ইজারাকৃত খালের পানি সেচে দেশী বহু প্রজাতির ডিমওলা মাছ নিধন করেছে। এঘটনায় সচেতন মহল হতবাক।
ইজারাদার মো. স্বাধীন অভিযোগ করে বলেন, আমরা ইউনিয়ন পরিষদ থেকে মাছ চাষের জন্য খালটি ইজারা নিয়েছি। খালে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ছেরেছিলাম। হাসেম ও তার সহযোগিরা খালের পানি সেচে সব মাছ ধরে নিয়ে গেছে। তারা আমাদের কয়েক লাখ টাকার মাছ নিধন করেছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করব।
মো. হাশেমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি এঘটনার বিষয়ে কিছু জানিনা। উত্তর কোলাপাড়া ও দক্ষিন কোলাপাড়ার পোলাপানরা খালের মাছ ধরছে। এছাড়াও খলিল ও তাহেরের সাথে যোগাযেগের চেষ্টা করেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি।
কোলাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নেছার উল্লাহ সুজনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বহুবার চেষ্টা করেছি। ওরা খুব খারাপ লোক। আমার কথা শোনেনা। আমি ইউএনও স্যারকে জানিয়েছি। তিনিও ব্যবস্থা নিতে বলেছেন। ভিক্টিম মাধ্যমে আমি আইনগত আশ্রয় নিতে সহযোগিতা করব। শ্রীনগর থানার ওসি (অপারেশন) কামরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখনও কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।