1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সন্তানরা লকডাউনে, ৫ দিন হাসপাতালে পড়ে আছে মায়ের মরদেহ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা নুরুল ইসলামের মুক্তির দাবিতে গাজীপুরে মহাসড়ক অবরোধ প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অর্ধেকই গায়েব শিক্ষকতায় আজীবন সম্মাননা পেলেন ঈদগাঁও’র মহি উদ্দীন নবীগঞ্জে দেশী ও বিদেশী মদসহ দুই মাদক  ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী   সাজানো ট্রাইব্যুনাল দিয়ে জামায়াতের নেতাদের হত্যা করা হয়েছে -গোলাম পরোয়ার নবীনগরে “ইব্রাহিমপুর ইউনিয়ন আমাদের অহংকার” গ্রুপের শীতবস্ত্র বিতরণ চৌদ্দগ্রামে সেনাবহিনীর অভিযানে শর্টগান সহ যুবক আটক ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৪ (Final Round)চুড়ান্ত পর্বে বৃত্তি প্রাপ্তদের ফলাফল প্রকাশ কক্সবাজার সমুদ্র সৈকতে এক পর্যটক কে গুলি করে হত্যা আশুলিয়ায় ডিবি’র অভিযানে মলম পার্টির ৫ সদস্যকে মলম তৈরির সরঞ্জাম ও বই সহ গ্রেপ্তার

সন্তানরা লকডাউনে, ৫ দিন হাসপাতালে পড়ে আছে মায়ের মরদেহ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২০
  • ১৭৮ বার

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনাভাইরাসের লক্ষণ নিয়ে মুন্সীগঞ্জের ওই মায়ের মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পড়ে আছে। বাড়িতে ছেলে, ছেলের বউ ও ২ নাতিনসহ ৩০টি ঘর লকডাউনে থাকায় নিহত মায়ের মরদেহের কোনো খবর নিতে পারছেন না তারা। এমনকি কুর্মিটোলা হাসপাতাল কর্তৃপক্ষও তাদের কিছু জানাচ্ছেন না। হাসপাতালের শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রে মরদেহ আছে বলে পরিবারটির দাবি। তবে আসলেই মরদেহ সেখানে আছে না বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে তাও পরিবারটি নিশ্চিত নয়।

[৩] স্থানীয়রা পুরো ৩০টি ঘরে লকডাউন করে রেখেছে। ওই পরিবারটি জানে না কি কারণে তার মা মারা গেছে। করোনা না সাধারণ মৃত্যু কোনো রিপোর্টই দেয়নি কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। এ ঘটনাটি মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নের বিসিক এলাকার চৌধুরী বাড়ির। গতকাল পঞ্চসার ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার গোলাম মাওলা ও মৃত ব্যক্তির ছেলে নুরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

[৪] জানা যায়, বড় ছেলে নুরুজ্জামান নুরুন্নাহার (৬৮)কে জ্বর, শ্বাসকষ্ট, গলা ব্যথা ও হাঁপানি নিয়ে ১৩ এপ্রিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসা শুরুর পূর্বেই কয়েকবার পাতলা পায়খানা হয়। কিন্তু চিকিৎসার পূর্বেই তার মায়ের মর্মান্তিক মৃত্যু হয়। মরদেহ আনতে যাচ্ছেন না তারা এমন গুজব এলাকায় ছড়িয়ে পড়লেও, বিষয়টি সঠিক নয় বলে জানান তার বড় ছেলে নুরুজ্জামান।

ফের কমতে পারে দেশের তাপমাত্রা [১] চীনের করোনা জয়, নতুন আক্রান্ত একজন ≣ কমলগঞ্জে দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
[৫] তিনি জানান, ২৪ ঘণ্টার মধ্যে করোনা পজেটিভ বা নেগেটিভ রেজাল্ট পাওয়ার কথা কিন্তু পাঁচ দিন অতিবাহিত হয়ে গেল আমার মায়ের লাশও দেয়নি। আমার মায়ের রিপোর্টও জানায়নি কুর্মিটোলা হাসপাতাল কর্তৃপক্ষ।

[৬] এদিকে এই ঘটনায় ওই এলাকার ৩০ বাড়ি স্থানীয় অর্ধশত লোকজন গিয়ে লকডাউন করে রেখেছে। নারী জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্ট ও হাঁপানি ও হার্টের রোগী ছিল বলে জানায় স্থানীয়রা। বিষয়টি প্রশাসন না জানলেও শুক্রবার বেলা ১টার সময় ৭নং ওয়ার্ড মেম্বার গোলাম মাওলা নিশ্চিত করেছেন।

[৭] মায়ের মরদেহ রেখে কিভাবে ২ ছেলে ও ৩ মেয়ে বাড়িতে অবস্থান করছে এ নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা কাজ করছে। স্থানীয়রা সকলে আতংকে রয়েছে। ছোট ভাই মালয়শিয়ার প্রবাসী।

[৮] স্থানীয় খালেক চৌধুরী জানান, ৫ দিন পূর্বে নুরে আলম জামান তার মাকে নিয়ে ঢাকা মেডিকেলে যায়। কিন্তু মাকে নিয়ে আর বাড়িতে আসেনি। আমরা শুনতে পেরেছি যে, তার মা নুরুন্নাহার করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এই করোনার কারণেই ছেলে মেয়েদের কেউই মরদেহ আনতে আগ্রহী না।

[৯] ওয়ার্ড মেম্বার গোলাম মাওলা জানান, পরিবারের সঙ্গে আমার কথা হয়েছিল ৫ দিন আগে, তাদের মাকে নিয়ে ঢাকা মেডিক্যালে যায়। এর পরে কি হয়েছে আমি জানি না। তবে পরিবারটি খুবই অভাবী।

[১০] মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহাম্মেদ বলেন, আমাদের পক্ষে তো আর মরদেহ এনে দেয়া সম্ভব না। এখন ওই বাড়িটি লকডাউন অবস্থায়ই থাকা উচিত। পুলিশ প্রশাসনকে জানানো হচ্ছে। বিষয়টি জেনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কালেরকণ্ঠ। অনুলিখন : মাজহারুল ইসলাম

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম