শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ সিএনজি অটোরিশা ভর্তি সবজির আড়ালে পাহাড়ী চোলাই মদ পাচারকালে গাড়িসহ একজন আটক করেছেন পুলিশ। ২০ এপ্রিল সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানার ডিউটিরত পুলিশ সদস্যরা চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের চারাবটতল এলাকা থেকে সবজি ভর্তি সিএনজি গাড়িটি আটক করা হয়।এসময় গাড়িটি তল্লাশি চালিয়ে সবজির ভিত্তরে১’শ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। আটককৃত গাড়ি চালক হলেন- রাঙ্গুনিয়া উপজেলার ১ নং রাজা নগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হালিমপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র।এই বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ বলেন,কাঁচ সবজির আড়ালে পাহাড়ী চোলাই মদ পাচারকালে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কারাগারে প্রেরণ করা হবে।