মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
এ মুহূর্তে পৃথিবীজুড়ে সকলেই কি ভাবছেন? মিলিয়ন ডলারের প্রশ্ন। নিশ্চয়ই বলবেন, উত্তর হবে, করোনা। কিন্তু না, উত্তর সঠিক হয়নি। আমার সঙ্গে আপনারা একমত হবেন এটাই বিশ্বাস। সকলেই এখন উন্মুখ হয়ে আছেন কি করছেন সারা গিলবার্ট। বলছিলাম, সারা গিলবার্টের কথা। তিনি একজন ব্রিটিশ বিজ্ঞানী। বিশ্ববাসীর দৃষ্টি এখন তার দিকে।
সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে সারার দিকে। একটি সুসংবাদের আশায়।
আজ করোনা ভাইরাসের ভ্যাক্সিন হিসেবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকিনোলোজি ডিপার্টমেন্টের প্রফেসর সারা গিলবার্টের তৈরি ChAdOx১ এবং ChAdOx২ এর পরীক্ষামূলক প্রয়োগ হবে মানবদেহে। এই কৃতি বিজ্ঞানীই ইবোলার ভ্যাক্সিন আবিষ্কার করে লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছেন।
এর আগে, মঙ্গলবারই ১০নং ডাউনিং স্ট্রিটে আজকের পরীক্ষার কথা জানিয়েছিলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।
উল্লেখ্য, জেন্না ইনস্টিটিউট ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে তৈরি করা হচ্ছে করোনা প্রতিরোধকারী এই ভ্যাকসিন। ১০ জানুয়ারি থেকে করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিনের কাজ শুরু করেছে অক্সফোর্ড। মার্চেই প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শেষ হয়েছে। তৃতীয় পর্যায়েরই কাজ চলছে বর্তমানে।