অশোক দাশ, (সীতাকুণ্ড)চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর মেয়রের প্রবাসী পুত্র তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞ মাসুম সামজাদের উদ্যোগে গঠিত ফেইজবুক পেইজ ” করোনা ভাইরাস জরুরী সাহায্য,সীতাকুণ্ড”
এর আহবানে স্বেচ্ছায় সারা দেয় করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের জানাজা ও সৎকারের জন্য সীতাকুণ্ড ওলামা পরিষদের ১৪ জন আলেমসহ উপজেলার এক ঝাঁক নিবেদিত তরুণ।
মূলত করোনা আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের জানাযা ও সৎকারের জন্য কাজ করবে এই গ্রুপটি।
এই গ্রুপে অংশ নেয়া স্বেচ্ছাসেবকদের মধ্যে বুধবার ২২ এপ্রিল প্রথম ধাপে ১০ জনকে স্বাস্থ্য সুরক্ষা হিসেবে পিপিই প্রদান করা হয়।
পর্যায়ক্রমে এ গ্রুপে অংশ নেয়া সকল স্বেচ্ছাসেবকদের মাঝে সুরক্ষা পিপিই প্রদান করা হবে।
এ ব্যাপারে জানতে চাইলে স্বেচ্ছাসেবি গ্রুপের প্রতিষ্ঠাতা তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞ মাসুম সামজাদ জানান,আমরা শুধু ইসলাম ধর্মের অনুসারীদের জন্য দল গঠন করিনি সনাতন ধর্মের অনুসারীদের সৎকারের ব্যবস্থাও আমরা নিজ হাতে করবো।
স্বেচ্ছাসেবি এই তরুনদের পরিচালনায় থাকবে নাহিদ চৌধুরী, নান্টু পাল, দীপক ভৌমিক ও জিল্লুর রহমান শিবলু।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা গেলে নিঃসংকোচে আমাদের টিম প্রধান মাওলানা জসিম উদ্দিনকে ফোন করবেন। উনি এলাকা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। মৃতের গোসল, জানাজা এবং কবর দেয়ার সব দায়িত্ব আমাদের টিম পালন করবেন।
স্বেচ্ছাসেবী হিসেবে প্রত্যেক ধর্মের লোকদের সংযুক্ত করা হয়েছে।
এ কাজের জন্য উপজেলা প্রশাসন ও সীতাকুণ্ড মডেল থানা থেকে অনুমতিও নেওয়া হয়েছে। এ দলের নেতৃত্ব দিবেন মছজিদ্দা ইসলামীয়া আরাবিয়া মদ্রাসার সহকারী সিনিয়র শিক্ষক মাওলানা জসিম উদ্দীন এছাড়া তাঁর সাথে আরও যারা সেচ্ছায় মৃত ব্যাক্তির গোসল, জানাজা দাফন কাজে নিয়োজিত থাকবেন যথাক্রমে মাওলানা নাজিম উদ্দীন,আব্দুল করিম,আব্দুর রহিম, সালাহ্ উদ্দিন, হেলাল উদ্দিন, নুরুল আমিন, আবু সুফিয়ান, ফারুক,
মুফতি আশরাফুল উল্লাহ, রফিকুল ইসলাম, আবু সুফিয়ান, আব্দুর রহমান, আব্দুল আজিজ, হাফেজ মোঃ শাহিন।
অন্যান্য স্বেচ্ছাসেবি হিসেবে কাজ করবেন মোহাম্মদ জিল্লুর রহমান শিবলী,ফখরুল ইসলাম সোহেল, জাকির,গোলাম সাদেক,আজমল হোসেন হিরু,আবু তাহের,এম কে মনির,আনিসুল হক আরিফ,আরমান হোসেন শাকিল,হুমাইয়ুন,গোলাম মোস্তফা,শামছুল হুদা ,শাহাবুদ্দীন ও মোঃ শাহাদাতসহ প্রমুখ।
সনাতন ধর্মের মৃত ব্যাক্তির সৎকারে থাকবেন অলক চক্রবর্তী,জয়ন্ত বিশ্বাস,জিতু কর্মকার,উজ্জ্বল দাশ প্রমুখ।
বর্তমানে ১৪ জন আলেমের সাথে রয়েছে ১৭ জনের স্বেচ্ছাসেবক দল। এছাড়া স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে চাইলে যে কেউ দলে অংশগ্রহণ করতে পারবেন বলে জানান উদ্যোক্তারা।
উক্ত দলের স্বপ্রণোদিত হয়ে কাজ করার জন্য যে কেউ চাইলে নাহিদ চৌধুরী ও জিল্লুর রহমান শিবলীর সাথে যোগাযোগ করার জন্য আহবান জানানো হয়।
অন্যদিকে এই মহতী কাজে সমাজের বিত্তবানদের সহযোগিতা ও পরামর্শ গ্রহণ করা হবে বলে জানান তাঁরা।