অশোক দাশ,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:
সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় শরীরে জ্বর নিয়ে মোঃ হাসান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার রাত থেকে তার শরীরে জ্বর আসে এবং আজ বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। শিশুটির শরীরে করোনা ভাইরাস সংক্রম হয়েছে কিনা তা নিশ্চিত হয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে।
অন্যদিকে মারা যাওয়া শিশুটি করোনা আক্রান্ত হয়েছে সন্দেহে এলাকায় আতঙ্ক বিরাজ করছ।
মাদামবিবিরহাট সোনারগাঁ পেট্টোল পাম্পের পশ্চিমে আলী আজম মাষ্টারের ভাড়া বাসায় বাস করেন মৃত হাসানের পিতা চা দোকানের কর্মচারী মোহাম্মদ হোসেন। তার বাড়ি নোয়াখালী।
এব্যাপারে ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজীম উদ্দিন বলেন, শরীরে জ্বর নিয়ে এক শিশু মারা যাওয়ার খবর পেয়ে আমি বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানালে সেখান থেকে ডাক্রার এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যায় এবং লাশ দাফন করার অনুমতি দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার নুর উদ্দিন বলেন, জ্বরে মারা যাওয়া শিশুটি করোনা আক্রান্ত কিনা নমুনা সংগ্রহ পরিক্ষার জন্য বিআইটিআইডি হাসপাতালে পাঠানো হয়। রেজাল্ট আসলে জানা যাবে শরীরে করোনা ভাইরাস সংক্রমন ছিল কিনা।
বিকালে শিশুটির লাশ মাদামবিবিরহাট এলাকায় দাফন করা হয়েছে।