অশোক দাশ, সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধি:
সীতাকুণ্ডে মাদক চোরাচালানের কাজে যুক্ত থাকায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম র্যাব-৭ বিশেষ অভিযান পরিচালনা করেন।
সোমবার ২৭ এপ্রিল সীতাকুণ্ড পৌরসভাধীন বটতল এলাকায় অভিযান চালিয়ে একশত বোতল ফেন্সিডিল ও তিন কেজি গাজা সহ একজনকে আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল সাড়ে সাতটায় তারা এই অভিযান পরিচালনা করেন। এই সময় তাঁরা জসিম উদ্দিন (৩৬) নামে একজন কে আটক করেন। এছাড়া তার কাছ থেকে একশত বোতল ফেন্সিডিল ও তিন কেজি গাঁজাসহ মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও(ঢাকা মেট্রো-ট-১৬৯২৩২) জব্দ করা হয়েছে।
এব্যাপারে চট্টগ্রামে র্যাব-৭ এর মিডিয়া উইং মাশকুর রহমান বলেন,আটক ব্যক্তি কুমিল্লা-চৌদ্দগ্রাম থেকে মাদক সংগ্রহ করে চট্টগ্রামের পাহাড়তলীতে মাদক সরবরাহ কাজে নিয়োজিত ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে আটক করে ১০০ বোতল ফেনসিডিল, তিন কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানটি জব্দ করে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করি।
মডেল থানার উপ-পরিদর্শক(ইন্টেলিজেন্ট)সুমন বনিক জানান, আসামির বিরুদ্ধে র্যাব বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করেন।