মাহবুবুর রহমান : নোয়াখালী সুবর্ণচর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ব্যক্তি উদ্যোগে দুস্থ ও হতদরিদ্রদের মাঝে রমজান উপলক্ষে রমজানের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় ।
শুক্রবার বিকালে ধর্মপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড খোকন মার্কেটের সামনে দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সেলিম সওদাগর ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ রুবেল।
এই বিষয়ে ব্যবসায়ী সেলিম সওদাগর জানান এলাকার দুস্থ অসহায়দের কথা চিন্তা করে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে তৃতীয় ধাপে এই অসহায় পরিবারের মাঝে রমজান সামগ্রী বিতরণ করি। এর আগে দুবার তাদের মাঝে ত্রাণ সামগ্রী করি।