শাহ জালাল, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : করোনা ভাইরাসের কারনে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পরায় তাহুরা-ইমতিয়াজ ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শুক্রবার সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের চরতালিমাবাদ এলাকায় সাধারণ পরিবারের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
সোনারগাঁও প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি শাহাদাত হোসেন রতন। বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁ থানা ছাত্রদল নেতা মোঃ জাকারিয়া ভূঁইয়া। এসময় অন্যান্যের মধ্যে তাহুরা-ইমতিয়াজ ফাউন্ডেশনের সভাপতি ফজলে রাব্বী সোহেল, সাংবাদিক মাজহারুল ইসলাম, মোঃ নাসির উদ্দীন, সমাজ সেবক মোঃ রফিকুল ইসলাম সরদার, জামপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ নজরুল ইসলাম, ফজলে রিমন, মোঃ কামাল ভূঁইয়া, মোঃ মোতালিব ভূঁইয়া, প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় তাহুরা-ইমতিয়াজ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় পরিবারের মধ্যে চাল, ডাল, আটা, পিয়াজ, আলু, বুট, তেল, চিনি বিতরণ করা হয়।