শাহ জালাল, সোনারগাঁ ( নারায়ণগঞ্জ) : করোনার প্রভাবে যখন ত্রাণ নিয়ে হুলুস্থল কাণ্ড চলছে, ঠিক সেই মূহুর্তে ব্যতিক্রম ত্রাণ নিয়ে এগিয়ে এসেছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইদুল ইসলাম।
গতকাল রাতে উপজেলার পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শিশুদের জন্য দুধ, চিনি, চকলেট ও বিস্কুট বিতরণ করেন তিনি।
দুর্যোগের এ সময়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পৌরসভা এলাকার শিশুদেরকে স্বাভাবিক খাবারের পাশাপাশি গৃহবন্দী শিশুদের ভারতি পুষ্টি চাহিদা পূরণের জন্য দুধ, চিনি, চকলেট ও বিস্কুট বিতরণে করছেন উপজেলা কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম৷
শূন্য থেকে ২ বছরের শিশুর পুষ্টি চাহিদা পূরণ করতে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণে দুধ লাগে। আর করোনার প্রভাবে কর্মহীন মানুষ দুধ কিনতে পারছে না। ইউএনও দুধ বিতরণ করায় দরিদ্র এ শিশুদের পিতা-মাতার আনন্দের শেষ নেই। পাশাপাশি ২ থেকে ৭ বছর শিশুদের চকলেট ও বিস্কুট দিয়ে বিতরণ করা হয়।
ইউএনও মোঃ সাইদুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার দূর্যোগ ব্যববস্থাপনা ও ত্রাণ মন্ত্রানালয়ের বরাদ্দ অনুযায়ী পৌরসভা ও ১০ টি ইউনিয়নের ১৯০ টি পরিবারের মধ্যে এ খাবার পৌঁছে দেয়া হবে।
এছাড়া সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম প্রতিদিনই সন্ধ্যার পর বিভিন্ন ইউনিয়নে স্থানীয় মেম্বারদের সাথে নিয়ে দুধ চিনি বিস্কুট ও চকলেট নিয়ে হাজির হতে দেখা যায়।