মুজিব উল্ল্যাহ্ তুষার :
মহামারী করোনাভাইরাসের কারণে কষ্টে থাকা অসহায় দরিদ্র মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর হেলাল। তাঁর সহযোগিতায় ও তত্ত্বাবধানে হাটহাজারী পৌরসভা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড, ২ নং জালালাবাদ ওয়ার্ড, হাটহাজারীর মির্জাপুর, মেখল, চিকনদন্ডী, নাঙ্গলমোড়া, ফতেপুর, শিকারপুর, বুড়িশ্চর, দক্ষিণ মাদার্শা, ধলই, গুমানমর্দন সহ বিভিন্ন ইউনিয়নে জীবণুনাশক স্প্রে করা হয়, খ্যাদ সামগ্রী, সুরক্ষা সামগ্রী বিতরণ ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাক্তারদের হেল্পলাইন সম্বলিত করোনা ভাইরাস সম্পর্কে সচেতনামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে।
গত ২৩শে মার্চ থেকে এ কার্যক্রম অব্যাহত রয়েছে । চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, মুক্তিযোদ্ধা প্রজন্ম দল নেতৃবৃন্দ, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ, সিটি কর্পোরেশনের ১ এবং ২ নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ, হাটহাজারী উপজেলা ও পৌরসভা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল ও তাঁতীদলের নেতৃবৃন্দ।
ব্যারিস্টার মীর হেলাল তার ব্যক্তিগত আর্থিক সহযোগিতায় এলাকার নেতাকর্মীদের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে এলাকার দুস্থ ও অসহায় মানুষের পাশে থাকার আশ্বাস দেন। মুঠো ফোনে মীর হেলাল বলেন রাজনীতি জনগণের জন্যই।মানবকল্যানে ও মানবিকতার স্বার্থে আমরা রাজনীতি করি। হাটহাজারীবাসীর সুখ দুঃখে আমার পরিবার সেই শুরু থেকেই অদ্যবদি জনগণের পাশে আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবো। বিএনপির রাজনীতি দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কঠোর নির্দেশনা দিয়েছেন এই দুর্যোগে যেন আমরা আমাদের এলাকার জনগণের পাশে থাকি। তারই ধারাবাহিকতায় গত ২৩শে মার্চ থেকে আমাদের পক্ষ থেকে কিছু নিত্য প্রয়োজনীয় খ্যাদ,ঔষধ, গ্লাভস, স্যানিটাইজার, সাবান বিতরন কার্যক্রম শুরু করেছি এবং ইনশ আল্লাহ তা অব্যাহত থাকবে।
এ ছাড়া জিয়াউর রহমান ফাউন্ডেশন বাংলাদেশের আপামর জনগনকে টেলি স্বাস্থ্য সেবা দেয়ার জন্য গঠন করেছে বিশেষজ্ঞ ডাক্তারদের সমন্বয়ে গঠিত টেলি মেডিক্যাল টিম। আমরা জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাক্তারদের মোবাইল নাম্বার সম্বলিত করোনা ভাইরাস সম্পর্কে সচেতনা মূলক লিফলেট ও বিতরণ করছি। খাদ্য সামগ্রীর পাশাপাশি আমরা মাস্ক, গ্লাভস, স্যানিটাইজার, সাবান এবং কিছু নিত্য প্রয়োজনীয় ঔষধ ও সরবরাহ করছি আমরা।