রাসেল মাহম্মুদ বিশেষ প্রতিনিধিঃ নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় করোনায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র গরীব, দিনমজুর পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ০৮নং সোনাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে অনেক ধরে হাতিয়া উপজেলায় ০৮নং সোনাদিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রায় অধ্যশত অসহায় পরিবারের মাঝে নগদ টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব নুরুল ইসলাম ।খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল ৫ কেজি, আলু ২ কেজি, ডাল ১ কেজি, পেঁয়াজ ১ কেজি ও তৈল ১ লিটার দিয়েছেন ।এদিকে যে সকল ব্যক্তি অসুস্থতা বা অন্য কোন কারণে আসতে পারেনি তাদের বাড়িতে বাড়িতে গিয়ে আলহাজ্ব নুরুল ইসলাম ত্রাণ সামগ্রী দিয়েছেন।এছাড়াও ০৮নং সোনাদিয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মসজিদ, মাদ্রাসা, মোক্তক, এতিমখানা ও বাজারের বিভিন্ন স্থানে জীবাণু নাশক মেডিসিন স্প্রে করাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নগদ অর্থ দান করেছেন।জানা যায়, ০৮নং সোনাদিয়া ইউনিয়নবাসী সুখে-দুঃখে ছিলেন। অবহেলিত ও সুবিধা বঞ্চিত ০৮নং সোনাদিয়া ইউনিয়নবাসীর সেবা করে যেতে চায়।করোনা ভাইরাসের প্রভাবে গ্রামের সমস্যাগ্রস্থ মানুষের কাছে গিয়ে খোঁজ খবর নিচ্ছেন।