লাভলু শেখ, লালমনিরহাট :
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার
সিংগীমারী গ্রামের আঃ ছাত্তার ও মাসুদ নামের দুই যুবকের বিরুদ্ধে একই এলাকার এক গৃহবধু যৌন হয়রানীর দাবী করে স্থানীয় থানায় লিখিত
অভিযোগ দাখিল করেছেন। প্রাপ্ত অভিযোগ সুত্রে জানাগেছে, হাতীবান্ধা উপজেলার উত্তর
সিংগীমারী গ্রামের সাহিদুল ইসলামের স্ত্রী সোমবার দুপুরে বাড়ীর পার্শ্বে নিজ ভুট্টা ক্ষেত দেখতে গেলে সেখানে একা থাকার সুযোগ
বুঝে একই এলাকার আঃ জলিল এর ছেলে আঃ ছাত্তার (৩০) ও আফজাল হোসেনর
এর ছেলে মাসুদ রানা (২৫) উক্ত গৃহবধুকে জড়াইয়া ধরিয়া তাহার যৌন কামনা করার উদ্দেশ্যে আপত্তিকর স্থানে হাত দিয়া ধস্তাধস্তি করিয়া যৌন হয়রানী/ যৌন পীড়ন করে। উক্ত গৃহবধু নিজে বাদী হয়ে ঐ দিনই দুইজনের
নামে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। ্এ বিষয়ে আঃ ছাত্তারের সাথে যোগাযোগ করা হলে উক্ত গৃহবধুকে যৌন
হয়রানীর কথা অস্বীকার করে তিনি বলেন,পূর্ব শত্রুতার কারনে আমাদের দুইজনকে মিথ্যা মামলা দিয়ে ফাসানোর চেষ্ট করছে।
এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার হাতীবান্ধা থানায় যোগাযোগ করা হলে থানা অফিসার ইনচার্জ ওমর ফারুক অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্ত করে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহন করা হবে।