নিজস্ব প্রতিবেদন : চলমান করোনা ভাইরাস মহামারির প্রাদুর্ভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এ থেকে বাংলাদেশও রেহাই পায়নি। প্রতিদিনই বাড়ছে অাক্রান্ত অার মৃতের সংখ্যা। সেই সাথে যুক্ত হচ্ছে লকডাউন এলাকা ও জেলা। বন্ধ হয়ে অাছে অায় রোজকার। এমতাবস্থায় নিম্নআয়ের মানুষগুলি চরম বিপাকে। এ অবস্থায় সরকার, বিভিন্ন সংগঠন বা ব্যক্তি উদ্যোগে অনেকেই নিম্নবিত্তদের পণ্যসামগ্রী দিয়ে সহযোগীতা করে যাচ্ছেন।
কুমিল্লার বিটেশ্বর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রুবেল ভুইয়ারও নিজ উদ্যোগে পণ্যসামগ্রী বিতরণ করেছেন। অাজ (৮ এপ্রিল) সামাজিক দূরত্ব বজায় রেখে নিম্নবিত্ত মানুষের মাঝে ত্রাণ দেন ছাত্রলীগের এই নেতা। নিজ উদ্যোগে এলাকার গরীব অসহায় মানুষের মাঝে ১৪০ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।
স্থানীয় ছাত্রলীগের এই নেতা বলেন, “অামি নিজ উদ্যোগে সাধ্যমত অসহায়দের জন্য সাহায্যের হাত বাড়িয়েছি। বিত্তবানরা এগিয়ে অাসবেন।” এ সময় উপস্থিত ছিলেন বিটেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হুমায়ুন কবির ভূইয়া, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুমন শাহ ভূইয়া, মুক্তিযোদ্ধা জয়নাল ডিলার, সভাপতি বিটেশ্বর ইউনিয়ন কৃষক লীগ সভাপতি সোলাইমান ভূইয়া, বিটেশ্বর বাজার কমিটি সভাপতি মতিন বেপারী, বিটেশ্বর ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগ সভাপতি মোস্তাক বেপারী।
এছাড়াও অন্যদের মধ্যে অারও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বাবুল গোলজার, সাবেক মেম্বার ওয়াসেক, সাবেক ছাত্র নেতা নবী শাহ, যুবলীগ নেতা রিপন প্রমুখ