নিজস্ব প্রতিবেদক :
বাংলা নববর্ষের শুভেচ্ছা । দোআ করি আমরা সবাই সকলের জন্যে। বিপদ- বিপর্যয় এমনিতেই আসেনা। সব আমাদের নিজেদের হাতের মধ্য থেকেই আসা । আসুন বছরের শুভ সূচনায় সার্বিক পরিশুদ্ধ হয়ে কায়মনে তাওবা করি মহান রাব্বুল আলামিনের কাছে, যাতে বিপদ মুক্ত হতে পারি, আগত দিন গুলোতে সবাই ভাল থাকতে পারি বলে মন্তব্য করেন দেশের এই রাজনীতিক ব্যক্তি ও লেখক কলামিস্ট গবেষক এবং সাংবাদিক গোলাপগঞ্জ – বিয়ানীবাজার এর সম্পাদক ও প্রকাশক এডভোকেট মাওলানা রশীদ আহমদ।
তিনি বলেন–দেশের চলমান সংকটে দলীয় রাজনীতি নয় ; মানুষকে বাঁচানোই হচ্ছে এখন সেই রাজনীতির মুল ভিত্তি ।
তিনি আরো বলেন- এই দুর্যোগ মুহূর্তে অসহায় মানুষের ত্রাণ সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিস মজুদ করে চলেছে একটি গনবিরোধী চক্র । এদের বিরুদ্ধে সরকারকে কঠোরভাবে দমনের চেষ্টা করার জন্য আহবান জানাচ্ছি । বল প্রয়োগের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিজেকে, পরিবারকে ও দেশকে রক্ষার স্বার্থে শারীরিক দূরত্ব নিশ্চিত করে সবাইকে চলার আহবান জানান ।
তিনি বলেন- ন্যুনতম প্রয়োজনের বাইরে যাওয়া, আড্ডা দেওয়া, অনর্থক ঘোরাঘুরি থেকে সবাইকে নিবৃত হওয়ার অনুরোধ জানান রশীদ আহমদ ।
অপর এক বার্তায় রশীদ আহমদ বলেন,
আপনার স্বাস্থ্যের হেফাজত ও সার্বিক কল্যান কামনা করছি।