জাফরুল আলম : করোনায় আক্রান্ত হয়ে দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা ১২০ জনে দাঁড়িয়েছে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৯০ জনের শরীরে করোনাভাইরাসে উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এর আগে ৩ হাজার ৩৮২ জন আক্রান্ত ছিল। এ নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা ৩ হাজার ৭৭২ জনে দাঁড়িয়েছে।
বুধবার (২২ এপ্রিল) মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ জন এ পর্যন্ত মোট সুস্থ হলো ৯২ জন।
গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩ হাজার ৫২ জনের। আগের কিছু ছিলো। তা মিলে ৩ হাজার ৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। আগের দিনের তুলনা ৪ দশমিক ২ শতাংশ বেশি।
তিনি বলেন, মৃতদের মধ্যে ৭ জন পুরুষ এবং ৩ জন নারী। বয়সের হিসেবে ৬০ এর উপরে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২ জন এবং ৪১ থেকে ৫০ এর মধ্যে ৩ জন এবং ২১ থেকে ৩০এর মধ্যে ২জন।।
গত ২৪ ঘন্টায় আইসলুশনের নেওয়া হয়েছে ১৫০ জনকে। বর্তমানে আইসলুশনের আছেন ৯০০ জন।