জাফরুল আলম : চলমান করোনা ভাইরাস মহামারির প্রাদুর্ভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এ থেকে বাংলাদেশও রেহাই পায়নি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। সেই সাথে যুক্ত হচ্ছে লকডাউন।বন্ধ হয়ে আছে আয় রোজকার। এমতাবস্থায় সাংবাদপত্র কর্মচারীরা পড়েছে চরম বিপাকে।
মহামারির এ বিপর্যয়ে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন এর পক্ষ থেকে সংগঠনের সভাপতি মো. মতিউর রহমান তালুকদার এগিয়ে আসেন। মঙ্গলবার (২১ শে এপ্রিল) তথ্যমন্ত্রীর কাছে ২১৯ টি দৈনিক পত্রিকার ২৭৭০ জন কর্মরত কর্মচারীদের স্মারকলিপি আকারে তথ্যমন্ত্রীর নিকট হস্তান্তর করেন।
মতিউর রহমান বলেন, বৈশ্বিক মহামারিতে সরকার গণমাধ্যমকে যে আর্থিক সহযোগিতা করতে যাচ্ছে; তা থেকে সংবাদপত্র কর্মচারীরা যাতে বঞ্চিত না হয়। বিষয়টি সরকারের সু-বিবেচনায় রয়েছে বলেও আশ্বস্ত করেন তথ্যমন্ত্রী। এমনটাই জানান মতিউর রহমান তালুকদার।