মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
অস্ত্রোপচারের পর উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের অবস্থা সংকটাপন্ন। মার্কিন গোয়েন্দাদের বরাতে এমনটাই জানিয়েছে সিএনএন।অজ্ঞাত রোগের জন্য তার অস্ত্রোপচার হলেও তা সফল হয়নি।
এদিকে, দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম এনকের প্রতিবেদনে বলা হয়েছে, জটিল হৃদরোগে আক্রান্ত কিম দক্ষিণাঞ্চলীয় পার্বত্য এলাকা কুমগংয়ের বিলাসবহুল রিসোর্টে চিকিৎসা নিচ্ছেন।
১৫ এপ্রিল দাদা কিম ইল স্যুংয়ের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানেও তাকে দেখা যায়নি। এরপর থেকেই কিমের শারীরিক অবস্থা নিয়ে আরো সন্দেহ দেখা দেয়। কিম জং উনকে সর্বশেষ জনসমক্ষে দেখা যায় ওই অনুষ্ঠানের চারদিন আগে।