1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লা নাঙ্গলকোটে খেলতে গিয়ে বজ্রপাতে সাফায়াতের মর্মান্তিক মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন

কুমিল্লা নাঙ্গলকোটে খেলতে গিয়ে বজ্রপাতে সাফায়াতের মর্মান্তিক মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ১৭৬ বার

আফজাল হোসাইন মিয়াজী, নাঙ্গলকোট :
কুমিল্লার নাঙ্গলকোটে সহপাঠীদের সাথে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে সাফায়েত হোসেন (১৯) নামক এক কিশোর মৃত্যুবরণ করেছে (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। এসময় সালাউদ্দিন (২২) নামক অন্য সহপাঠী গুরুতর আহত হয়। আজ রোববার বিকাল পৌনে ৫টার দিকে স্থানীয় একটি মাঠে এ ঘটনা ঘটে। হাসি-খুশি কিশোর সাফায়েত ফুটবল খেলতে গিয়ে শেষ পর্যন্ত লাশ হয়ে বাড়িতে ফেরায় পরিবার, বন্ধুবান্ধব ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার মা-বাবা বারবার কান্নায় ভেঙ্গে পড়ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ি দক্ষিণপাড়া স্কুল বাড়ির আবদুল আউয়ালের ছেলে সাফায়াত হোসেন বিকেল সাড়ে ৩টার দিকে সহপাঠীদের সাথে পাশ্ববর্তী ঘোড়াময়দান গ্রামের একটি মাঠে ফুটবল খেলতে যায়। বিকাল পৌনে ৫টার দিকে খেলা চলা অবস্থায় আকস্মিক বজ্রপাতে সাফায়েতের পুরো শরীর ঝলসে যায়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে লাকসামের একটি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বজ্রপাতে ওই কিশোরের সহপাঠী ঘোড়াময়দান গ্রামের নুরুল হকের ছেলে সালাউদ্দিন (২২) গুরুতর আহত হয়ে স্থাণীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন।

স্থাণীয় ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 TechPeon.Com
ডেভলপ ও কারিগরী সহায়তায় টেকপিয়ন.কম