১৪ জনের নমুনা সংগ্রহ, ৬ জনের রিপোর্ট নেগেটিভ, প্রস্তুত ১০ বেডের আইসোলেশন ওয়ার্ড
মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: বিশ্বব্যাপী করোনা আতঙ্কের মাঝেও গত একমাসে কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত একমাসে (১৫ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত) প্রায় দশ হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। তারমধ্যে বহিঃবিভাগে প্রায় সাড়ে ৮ হাজার, জরুরি বিভাগে সাড়ে সাতশত এবং আন্তঃবিভাগে ৫৩০ জন। এছাড়া করোনা আক্রান্ত সনাক্তকরণে ১৪ জনের নমুনা সংগ্রহ করেছে। যার মধ্যে ৬ জনের রির্পোট নেগেটিভ এসেছে। বাকীদের রিপোর্ট এখানো অপেক্ষমান। অপরদিকে করোনা রোগিদের চিকিৎসার জন্য কালিকাপুর ইউনিয়নে ১০ শয্যা হাসপাতালটিকে আইসোলেশন ওয়ার্ড হিসেবে তৈরি করা হয়েছে। চিকিৎসা সেবার পাশাপাশি প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিভিন্ন এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে এবং উপজেলার ৪৪ টি কমিউনিটি ক্লিনিকে ৩০ জন চিকিৎসক, ২০ জন নার্স, ৪৪ জন হেলথপ্রোফাইডর সহ স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এছাড়াও স্বাস্থ্য সচেতনতার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগে আগত রোগিদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। হাত ধুয়ে পারস্পরিক দূরত্ব বজায় রেখে রোগিরা চিকিৎসকের কাছে যাচ্ছেন। এছাড়া ফ্লু কর্ণার করে জ্বর, সর্দি-কাশি রোগীদের আলাদা চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান জানান, “গত ৮ মার্চ দেশে করোনা রোগী সনাক্ত হওয়ার পর থেকে সরকারি নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানাকে সভাপতি এবং আমাকে সদস্য সচিব হিসেবে উপজেলা করোনা প্রতিরোধ কমিটি গঠন করা হয়। পরবর্তীতে পৌরসভা ও ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে করোনা প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির মাধ্যমে করোনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে। করোনা সন্দেহে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ এবং দাফন কাজ আমরা উপস্থিত হয়ে করতেছি। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে আমরা কাজ করে যাচ্ছি। সন্দেহজনক হলেই আমরা নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়ে দিতেছি। সরকারিভাবে দেওয়া পিপিই যথেষ্ট থাকলেও মাস্ক, হ্যান্ড গ্লোভস ও হ্যান্ড স্যানিটাইজার নেই। আমরা সাধ্যানুযায়ী চিকিৎসা সেবা দিয়ে যাবে। জনগণকে সচেতন হয়ে ঘরে থাকার আহবান জানিয়ে তিনি আরো বলেন, ঘরে থাকুন নিরাপদ থাকুন, আশেপাশের কেউ বিদেশ বা অন্য জেলা থেকে আসলে আইন শৃঙ্খলা বাহিনী বা আমাদেরকে জানান। মনে রাখবেন করোনা ভাইরাসের কোন প্রতিষেধক আবিস্কৃত হয়নি, তাই ঘরে থাকাই একমাত্র ওষুধ এবং নিরাপদ।”