মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে সোহেল রানা (৪০) ও শহিদুল ইসলাম (৩৫) নামে ২ যুবককে ১৫ বোতল ফেনসিডিল ও একটি পাজেরো গাড়ী (ঢাকা মেট্রো-ঘ: ১১-৮৫৪৭) সহ আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটক সোহেল রানা কুমিল্লার লাকসাম উপজেলার দক্ষিণ লাকসাম গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে এবং শহিদুল ইসলাম শরিয়তপুর জেলার ঘোষেরহাট থানার নাগেরপাড়ার আলী আশ্রাফের ছেলে। জানা গেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে উপজেলার পৌরসভাধিন নাটাপাড়া গ্রামে পাজেরো গাড়ীতে করে এসে ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় স্থানীয় জনতা ধাওয়া করে তাদেরকে আটক করে। পরে আটককৃতদেরকে চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয়রা। এবিষয়ে চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) শুভরঞ্জণ চাকমা জানান, ফেনসিডিল সহ দুই মাদকসেবীকে আটক করা হয়েছে। মাদক আইনে মামলা দায়ের শেষে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।