#
চোর নাকি সবকিছুতেই
বসায় চুরির ভাগ,
এসব চোরের বর্ণনা দেই
অন্য সবই থাক।
করোনায় মরছে যখন
হাজার মানুষ দিনে,
লুটেরা সব এক জোটে
বসে সুযোগ গুনে।
অসহায়দের জন্য যখন
সরকার দিচ্ছে ত্রাণ,
চোরেরা তো বেজায় খুশি
পাচ্ছে নাকে ঘ্রাণ।
চোরেরা তাই আড়ি পাতে
সুযোগ কখন আসে,
এসব দেখে শয়তানও তাই
আড়ালে এসে হাসে।
চাল পুঁতেছে মাটির নিচে
ডাল রাখে গোলায়,
পুকুরে চাল পাওয়া যায়
তেল খাটের তলায়।
বস্তা বস্তা করছো চুরি
রঙ্গীন দুনিয়াতে,
কেমনে হিসেব দিবে তুমি
প্রভুর আদালতে?