মাহবুবুর রহমান : নোয়াখালীর সেনবাগে কেশারপাড় ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে মোঃ আক্কাস (৪৫)নামে একজনের মৃত্যু হয়েছে
প্রশাসন সূত্রে জানা যায়, করোনা উপসর্গ নিয়ে নিহত মো. আক্কাস গত ৪ দিন আগে জ্বর হয়েছিল পরে ১১ তারিখ সকাল থেকে সে কাশি, ভুমি, শ্বাস কষ্ট, পাতলা পায়খানা, নাখ ও মুখ দিয়ে রক্ত বাহির হওয়া সহ এ উপসর্গ গুলো প্রকাশ পায়। সোমবার সকালে নিজ বাড়িতে মারা যায়। সে পেশায় একজন রাজমিস্ত্রী ছিলেন।
নিহত মো. আক্কাস (৪৫) কেশারপাড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের উন্দানিয়া গ্রামের মৃত আবদুল গোফরানের ছেলে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম মজুমদার জানান, আমরা আজ সকালে তার মৃত্যু সম্পর্কে জানতে পারি তার শরীরে মৃত্যু হওয়ার পূর্বে যে উপসর্গগুলো ছিল সেগুলো প্রাথমিকভাবে করার উপসর্গ বলে মনে হচ্ছে। তবে আমরা তার নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের পাঠাবো এটা নিশ্চিত হওয়ার পর জানা যাবে তার করোনা পজিটিভ কিনা। তার আগে তার দাপন করোনা নিয়মেই দাফন করা হবে।