মাহবুবুর রহমান : নোয়াখালীতে করোনার সংক্রমণ ঠেকাতে মাঠে তৎপর রয়েছে সেনা সদস্যরা। মঙ্গলবার সকাল থেকে জেলা শহর মাইজদী সহ কোম্পানিগঞ্জ, সূবর্ণচর সেনবাগে সেনাবাহিনীর পক্ষ থেকে মাক্স, গ্লাপস ও লিপলেট বিতরণ, সড়ক ও যানবাহনে স্পে, সচেতনতামূলক মাইকিং এবং দোকানপাটের সামনে দূরত্ব মারকিং আঁকা হয়েছে।
স্থাণীয় প্রশাসনের সহযোহিতায় সেনাবাহিনীর পাশাপাশি মাঠে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও, করোনা ভাইরাস প্রতিরোধ না হওয়া পর্যন্ত সেনা ও আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম অব্যাহত থাকবে।
এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল উজ্জ্বল বলেন, আমারা আজ ১৬ টি ফিল্ডে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ৯ জন সদস্যের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। একই সাথে এ অভিযান গুলো আরো জোরদার করা হবে।