মাহবুবুর রহমান : নোয়াখালীর বেগমগঞ্জে বিনা কারনে ঘুরাঘুরির কারনে ৩৫ জনকে আটক করে ২০০ টাকা করে জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তা, চৌমুহনী এসব এলকায় কোন কাজ ছাড়া বিনা কারনে ঘুরাঘুরি করায় ৩৫ জনকে আটক করে বেগমগঞ্জ থানা পুলিশ ওই সময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব আলম প্রত্যেককে ২০০ টাকা করে জরিমানা করে মুছলেকা দিয়ে ছেড়ে দেন।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুন রশীদ জানান, দেশের করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জন নিরাপত্তা নিশ্চিত করতে অকারণে যারা যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে আমার তাদের কারন জেনে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে প্রত্যেকের ২০০ টাকা করে জরিমানা করা হয়। জননিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে ।
এ দিকে হাতিয়ায় পৃথক ঘটনায় করোনা সংক্রমনের ভাইরাস ঠেকাতে পাঁচজনকে ২০০ টাকা করে জরিমানা করে হাতিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট।