গিয়াস উদ্দিন (পটিয়া,চট্টগ্রাম) :
চট্টগ্রাম পটিয়া উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফারহানা জাহান উপমা। তিনি পটিয়ায় কামাল বাজার এলাকায় বিভিন্ন দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখার লক্ষে বাজার মনিটরিং করেন মনিটরিং কালে ভেজাল ঘি, অতিরিক্ত দামে আদা বিক্রি ও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন পণ্য বিক্রি করার অপরাধে আল-মক্কা ট্রের্ডাসের মালিককে ৪০,০০০/- টাকা, আল-মদিনা স্টোরের মালিককে ২০,০০০/- টাকা, বিসমিল্লাহ স্টোরের মালিককে ১০,০০০/- টাকা, মিলন স্টোরের মালিককে ১০,০০০/- টাকা ও নিউ আল-মদিনা স্টোরের মালিককে ১০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জব্দকৃত বিভিন্ন কোম্পানীর ভেজাল ঘি বিনষ্ট করা হয়। এছাড়া সরকারি নির্দেশ অমান্য করে জনসমাগম করে দোকান খোলা রাখায় পটিয়া আদালত রোড, সবুর রোড ও স্টেশন রোডের বিভিন্ন দোকান ও মার্কেট সমূহ বন্ধ করার নির্দেশ দেয়া হয় এবং দোকান খোলার রাখার অপরাধে ০৪ দোকানীকে ১,৬০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা বলেন,নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখার লক্ষে বাজার মনিটরিং কালে ভেজাল ঘি, অতিরিক্ত দামে আদা বিক্রি ও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন পণ্য বিক্রি করায় ৫ দোকানীকে ও দোকান খোলার রাখার অপরাধে আরো ০৪দোকানীকে অর্থদণ্ড প্রদান করা হয়।